Apps

Picture

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশন

পার্সপোর্ট ভেরিফিকেশনঃ
সাধারনত বিদেশে চাকুরী, ব্যবসা, ভ্রমন, পড়ালেখা, চিকিৎসা ইত্যাদির জন্য পাসপোর্ট ভেরিফিকেশন করা হয়৷ পাসপোর্ট ভেরিফিকেশন ফরম ইন্টারনেট বা সংশিস্নষ্ট পাসপোর্ট অফিস থেকে দুই কপি সংগ্রহ পূর্বক পূরণ করে তা পাসপোর্ট অফিসে জমা দিতে হয়৷ পাসপোর্ট অফিস তা ভেরিফিকেশনের জন্য প্রার্থীর সংশিস্নষ্ট জেলা বিশেষ শাখায় প্রেরণ করে৷ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার অফিসার মারফত নিম্নলিখিত বিষয় সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরী করেনঃ
ক) প্রার্থীর নাম, ঠিকানা ও স্বভাব চরিত্র সঠিক আছে কিনা তা যাচাই করা;
খ) প্রার্থীল কোনরুপ ফৌজদারী মামলা আছে কি না তা যাচাই 
গ)
ঘ) কোন রাজনৈতিক দলের সদস্য আছে কি না তা যাচাই 
ঙ) থানা রেকর্ডে তার সমর্্পকে কোন কিছু লিখিত আছে কি না তা যাচাই 
চ) বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই 

প্রার্থীর পাসপোর্ট ফরমে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হয়ঃ
ক) নাগরিকত্ব সনদ
খ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের ফটোকপি
গ) প্রার্থী অপ্রাপ্ত হলে বাবা মায়ের ছবি
ঘ) কাবিননামার ফটোকপি 
ঙ) শিক্ষা সনদেও ফটোকপি 
চ) বাড়ির দলিল/বিদু্যত্‍ বিল/গ্যাস বিলের ফটোকপি 
ছ) স্টুডেন্ট আইডি/ট্রেড লাইন্সেস এর ফটোকপি/পেশা সংক্রান্ত প্রমাণ পত্র 
জ) ওয়াড কমিশনারের সনদ 
ঝ) বাবা/মায়ের পাসপোর্টেও ফটোকপি 
ঞ) এনওসি 
ট) ভাড়া বাড়ির ক্ষেত্রে বাড়ির মালিকের আইডির ফটোকপি/বিদু্যত্‍ বিল/দলিল/গ্যাস বিলের ফটোকপি 
ঠ) বাড়ির মালিকের অঙ্গীকারনামা 
ড) ট্রাভেল এজেন্সির অঙ্গীকারনামা 
ঢ) দাদা/দাদী/নানা/নানী/ভাই/বোন/অন্যান্য অভিভাবকের অঙ্গীকারনামা 
ত) তালাকনামার ফটোকপি 
থ) পিতামাতার ভোটার আইডি কার্ডেও ফটোকপি 
উপরোক্ত বিষয়গুলি তদন্তকারী অফিসার যাচাই বাছাই কওে রিপোর্ট প্রস্তুুত করেন৷ উক্ত অফিসারের তথ্যেও ভিত্তিতে এ রিপোর্ট দাখিল করা হয়৷

 

 
Copyright © 2023 Superintendent of police, Faridpur. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.