Apps

Picture

পুলিশ সুপারের বার্তা

Picture

পুলিশ জনগনের বন্ধু। আইন শৃঙ্খলা রক্ষা তথা জনসেবায় পুলিশকে জনগনের আরও কাছে আসাটা সময়ের দাবী। এই দাবী পূরনে ফরিদপুর জেলা পুলিশের নিজস্ব ওয়েব সাইট চালু হওয়াতে আমি আনন্দিত। এই যুগান্তকারী পদক্ষেপ ফরিদপুর জেলা পুলিশ তথা পুলিশ বাহিনীকে জনগনের সন্নিকটে পৌঁছে দিবে।

বর্তমান গণতান্ত্রিক সরকার জনগনের আশা আকাঙ্খাকে বাস্তবে রূপদানের লক্ষ্যে গ্রহন করেছে জাতীয় কৌশলগত পরিকল্পনা Òরূপকল্প-২০৪১Ó যা দেশের আর্থ-সামাজিক অবস্থাকে আরো সুদৃঢ় করে গড়ে তুলতে সহায়ক হবে। বাংলাদেশের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন যা বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের প্রসারকে এগিয়ে নিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত Òরূপকল্প-২০৪১Ó বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়তে ফরিদপুর জেলা পুলিশের এই পদক্ষেপ  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Òদুষ্টের দমন শিষ্টের পালনÓ পুলিশ বাহিনীর মূল উদ্দেশ্য এবং তা বাস্তবায়নে তড়িৎ আইনী-ব্যবস্থা গ্রহন করা একান্ত অপরিহার্য । ওয়েব সাইটের মাধ্যমে ফরিদপুর জেলা পুলিশ স্বল্প সময়ে জনগনকে দ্রুত আইনগত সহায়তা দিবে এটা আমার বিশ্বাস।

ফরিদপুরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

 

জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা

 পুলিশ সুপার, ফরিদপুর।

 
Copyright © 2023 Superintendent of police, Faridpur. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.