মাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃতে ডিবির একটি চৌকস টিম ১২/০১/২০২২ ইং তারিখ ২০.৩০ ঘটিকার সময় চর হাজীগঞ্জ বাজারস্থ আসামী চাম্পা বেগমের বসত বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করিয়া চাম্পা বেগম (৪৫), ১ম স্বামী-মৃত মেজো বিশ্বাস, ২য় স্বামী মোঃ আলম মেম্বার, সাং-চরহাজীগঞ্জ বাজার, থানা-চরভদ্রাসন, জেলা-ফরিদপুরকে ৬০০ (ছয় শত) গ্রাম গাঁজা ও ১০৫ (একশত পাচ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর চরভদ্রাসন থানায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|