
ফরিদপুর জেলার নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস
জেলা পুলিশের ইতিহাস ঃ
সুপ্রাচীন কাল থেকেই ফরিদপুরের রয়েছে অনেক কীর্তিময় গৌরব-গাঁথা। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা ১৭৮৬ সালে। মতান্তরে এ জেলা প্রতিষ্ঠিত হয় ১৮১৫ (বাংলা পিডিয়া)। এর আয়াতন ২০৭২.৭২ বর্গ কিলেমিটার। ব্রিটিশ শাসন অামলে সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর। উত্তরে রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে নড়াইল, মাগুরা. দক্ষিণে গোপালগঞ্জ জেলা পূর্বে ঢাকা, মুন্সীগঞ্জ এবং মাদারীপুর জেলা। ফরিদপুর জেলায় মোট পৌরসভা ৪টি, ওয়ার্ড ৩৬টি, মহল্লা ৯২টি, ইউনিয়ন ৭৯টি, গ্রাম ১৮৫৯টি। মোট উপজেলা ৯টি। সেগুলো হচ্ছেঃ ফরিদপুর সদর, মধুখালী, বোয়ালমারী,আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন। ফরিদপুর জেলার শুরু থেকেই পুলিশ সুপার পদটি সৃষ্টি হয়েছে। ফরিদপুর জেলা বর্তমানে ০৪ টি সার্কেল ও ০৯ টি থানায় বিভক্ত। ০৪ (চার) টি সার্কেলগুলো যথাক্রমে- (১) সদর সার্কেল (২) ভাঙ্গা সার্কেল (৩) মধুখালী সার্কেল (৪) নগরকান্দা সার্কেল। সদর ও ভাঙ্গা সার্কেল এর দ্বায়িত্বে ০২ (দুই) জন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। মধুখালী ও নগরকান্দা সার্কেল এর দ্বায়িত্বে রয়েছেন ০২ (দুই) জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
ফরিদপুর জেলায় মোট উপজেলা ৯টি। সেগুলো হচ্ছেঃ